০৮-১২-২০২৪ তারিখে জিটিসিএল প্রধান কার্যালয়স্থ সম্মেলন কক্ষে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌ. রুখসানা নাজমা ইছহাক মহোদয়ের সভাপতিত্বে ধনুয়া-ময়মনসিংহ গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণ প্রকল্পের অধীন “Procurement of 20" OD High Pressure Natural Gas Pipeline by Horizontal Directional Drilling (HDD) Method Across Khiro, Banar-2 and Sutia Rivers on Design, Procurement, Supply, Installation, Testing and Commissioning (EPC/Turn-key) Basis"-শীর্ষক কাজ সম্পাদনের লক্ষ্যে GTCL এবং Trenchless-PEAL JVCA এর মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জিটিসিএল এর মহাব্যবস্থাপকগণ, সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক এবং Trenchless-PEAL এর উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।